🇧🇩 সারাদেশ ব্যাপি চলছে ভোটার হালনাগাদ কার্যক্রম ২০২২। এই লক্ষে কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলায় সেপ্টেম্বর মাসের ০৩ তারিখ থেকে ভোটার হালনাগাদ কার্যক্রম শুরু হবে। পরবর্তী ২০ দিন পর্যন্ত এ কার্যক্রম চলমান থাকবে।
🔴 নতুন ভোটার হতে যা যা লাগবেঃ
১। ১৭ ডিজিটের অনলাইন জন্ম নিবন্ধন।
০২। পিতা মাতার জাতীয় পরিচয় পত্রের ফটোকপি।
০৩। স্বামী/স্ত্রীর জাতীয় পরিচয় পত্রের ফটোকপি (প্রযোজ্য ক্ষেত্রে)।
০৪। শিক্ষাগত যোগ্যতার ফটোকপি (প্রযোজ্য ক্ষেত্রে)।
০৫। বিদ্যুৎ বিলের কপি/কর পরিশোধের ফটোকপি।
০৬ রক্তের গ্রুপ নির্ণয় এর প্রমান।
🔴 যাদের জন্ম সনদ এখনো অনলাইন করা নাই তারা দ্রুত অনলাইন করে নিন।
🔴 তথ্য সংগ্রহকালীন সময়ে তথ্য সংগ্রহকারীগন বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করবেন।
🔴 যাদের জন্ম ০১ জানুয়ারি ২০০৭ বা তার পূর্বে এবং ইতিপূর্বে যারা ভোটার হননি হালনাগাদে তাদের তথ্য সংগ্রহ করা হবে।
🔴 এ সময় মৃত ভোটারের তথ্য সংগ্রহ করা হবে এবং ভোটার তালিকা হতে তাদের নাম কর্তন করা হবে।
🔴 একাধিক স্থানে ও একাধিকবার ভোটার হওয়া দন্ডনীয় অপরাধ।
🔴 একাধিক স্থানে বা একাধিক বার ভোটার হলে আঙুলের ছাপ পরীক্ষার মাধ্যমে সহজেই সনাক্ত করা যায়। মনে রাখবেন আপনি যদি ইতোপূর্বে ভোটার নিবন্ধন করে থাকেন এবং যদি তার কোনো তথ্য বা কাগজপত্র আপনার কাছে না থাকে, তবে যেকোনো জেলা নির্বাচন অফিসে স্বশরীরে উপস্থিত হয়ে আঙ্গুলের ছাপ যাচাইয়ের মাধ্যমে আপনার তথ্য সংগ্রহ করতে পারেন।
🔴 নির্ভুল জাতীয় পরিচয় পত্র প্রাপ্তির জন্য সঠিক তথ্য দিয়ে ভোটার হন।




